• সুরা মুলক
    Life Hacks

    সুরা মুলক বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলতসহ

    সূরা আল-মুলক (আরবি ভাষায়: الملك) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৬৭ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৩০ এবং রূকুর সংখ্যা ২ এবং এই সুরাটি মেক্কিতে অবতীর্ণ হয়। সুরা মুলক মানুষের জীবনের উদ্দেশ্য এবং আল্লাহর সৃষ্টির মাঝে তাঁর শক্তি ও ক্ষমতার পরিচায়ক, যা পাঠকারীর মনকে শান্তি ও আশীর্বাদে পূর্ণ করে। সুরা মুলক: বাংলা উচ্চারণ ও অর্থ : بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ বিসমিল্লাহির রাহমানির রাহিমঅর্থ: পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। (১)تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌতাবারাকাল্লাযি বিয়াদিহিল মূলকু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন কাদির।অর্থ: তিনি মহিমান্বিত, যাঁর হাতে সব রাজত্ব এবং তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান। (২)الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ…